Connect with us

জাতীয়

ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Published

on

bangla_private_uni_dem

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার ও আন্দোলনরত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। রাজধানীর বেশকটি গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্র ছাত্রীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ধাপে ধাপে শিক্ষার্থীরা ‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ করছেন।

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের আশপাশ, মহাখালী, গুলশান-১ নম্বর মোড়, বিমানবন্দরমুখী সড়কে তাদের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়ে শহরের যানজটের অবস্থা আজ আরো খারাপ হয়েছে। বাংলাদেশ সরকার চলতি অর্থবছরের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের টিউশন ফির উপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপ করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ধাপে ধাপে শিক্ষার্থীরা ‘নো ভ্যাট অন এডুকেশন’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ করছেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *