Connect with us

দেশজুড়ে

রংপুরে কৃষক হত্যায় ৩ জনের ফাঁসি

Published

on

full_795350060_1445209356

রংপুর প্রতিনিধি: রংপুরে এক কৃষক হত্যা মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের ছোট কল্যাণী গ্রামের ফরহাদ হোসেন (৪০), নুর মোহাম্মদ (৪১) ও মো. আব্দুল (৪০)। আর যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত আসামি আবদুস সাত্তারকে (৭০) ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেয়াজুল করীম জানান, রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে হাজির ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ২ অক্টোবর রাতে ছোট কল্যাণী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হন কৃষক আবু সিদ্দিক। এ ঘটনায় প্রথমে পীরগাছা থানায় অস্বাভাবিক হত্যা (ইউডি) মামলা হয়। পরে মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে ১৯৯৪ সালের ৬ এপ্রিল পীরগাছা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত এই চারজনকেই আসামি করে হত্য মামলা করেন। পরে মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়। ২০০৩ সালের ২৮ অক্টোবর সিআইডির তৎকালীন পরিদর্শক আনোয়ার হোসেন চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্র দেয়ার প্রায় ১৩ বছর পর আজ এ রায় দিল আদালত।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *