Connect with us

দেশজুড়ে

রংপুরে খাদেম রহমত হত্যা: ১৪ জেএমবির বিরুদ্ধে অভিযোগপত্র

Published

on

Rahmat  cha (2)রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলীকে হত্যার ঘটনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবির) ১৪ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গত ৩ জুলাই খাদেম হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশিদ।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন মাসুদ রানা, ইসহাক, লিটন মিয়া, আবু সায়্যিদ, সাদ্দাম হাসেন, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, সারওয়ার হোসেন, সাদাত হোসেন, তৌফিকুল ইসলাম, চান্দু মিয়া, রজিবুল ইসলাম, বাবুল মাস্টার, জাহাঙ্গীর হোসেন। তাদের মধ্যে প্রথম সাতজন রংপুরে কুনিও হোশি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
আসামিদের মধ্যে মাসুদ রানা, ইসহাক, লিটন মিয়া, সারওয়ার হোসেন, সাদাত হোসেন, তৌফকুল ইসলাম ও আবু সায়্যিদ গ্রেপ্তার রয়েছেন।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর দিবাগত রাত ১১টার দিকে রংপুরের কাউনিয়ায় স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে চৈতার মোড় এলাকায় মাজারের খাদেম রহমত আলীকে (৬০) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে ৩ অক্টোবর সকালে কাউনিয়ায় কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক কুনিও হোশি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *