Connect with us

শিক্ষাঙ্গন

শাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

Published

on

shbiশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করায় প্রশাসন শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ‌্যা ছয়টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার দুপুর ১২টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার এ নির্দেশ দেয়া হয়। প্রসঙ্গত, আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হওয়ার কথা। এর আগেই হল ছাড়ার এ নির্দেশ দেয়া হল।

শাহপরান হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মো. শহীদুল হোসাইন জানান, উপাচার্যের নির্দেশে শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাতে ফুটবল খেলার কমিটি নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য উত্তম কুমার দাসের সমর্থকদের ঝগড়ার মধ্য দিয়ে সংঘর্ষের সূত্রপাত। এরপর বিভিন্ন আঙ্গিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন পক্ষ বেশ কয়েক দফা নিজেদের মধ‌্যে সংঘর্ষে লিপ্ত হয়। সোম ও বুধবার বিশ্ববিদ‌্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারীদের মধ‌্যে দুই দফা সংঘর্ষে বেশ কয়েকজন আহতও হয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *