Connect with us

জাতীয়

সাঁড়াশি অভিযানে চারদিনে গ্রেপ্তার সাড়ে ১১ হাজার

Published

on

bd_arrest_police_বাংলাদেশেরপত্র ডেস্ক: জঙ্গি দমনে পুলিশের বিশেষ অভিযানে গত চারদিনে সাড়ে ১১ হাজারের বেশি ব্যক্তিকে তারা আটক করেছে। শুক্রবার থেকে ওই অভিযানটি শুরু করা হয়। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩,১১৫জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৬ জন জঙ্গি বলে জানাচ্ছে পুলিশ। এ নিয়ে গত চারদিকে মোট গ্রেপ্তার হলো ১১ হাজার ৬৮৪ জন। আজ অভিযানের পঞ্চম দিন চলছে। আটককৃতদের মধ্যে ১৪৫ জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানাচ্ছে পুলিশ।
পুলিশ বলছে, জঙ্গই এবং সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে যে তালিকা রয়েছে, তার ভিত্তিতে এই অভিযানে আটক করা হচ্ছে এবং আটককৃতদের মধ্যে জঙ্গই ছাড়াও তালিকাভুক্ত আসামী রয়েছে যারা মাদক বিক্রিসহ নানা ধরণের অপরাধে জড়িত। ১০ই জুন থেকে শুরু হওয়া এই অভিযান এক সপ্তাহ চলবে বলে জানিয়েছিল পুলিশ।
সম্প্রতি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর একাধিক হামলা এবং চট্টগ্রামে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যার ঘটনার পর এই অভিযান শুরু করে পুলিশ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *