Connect with us

ঢাকা বিভাগ

সারাদেশের ন্যায় ভাংগায় প্রাথমিক শিক্ষা সমাপনি ও ইবতেদায়ি পরীক্ষা শুরু

Published

on

photoমোঃ রবিউল ইসলাম ভাংগা,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাংগায় রবিবার থেকে ১৮টি কেন্দ্রে, ইবতেদায়ি- ১টি কেন্দ্র মোট- ১৯ টি কেন্দ্রে ১১টা থেকে ১.৩০ মিনিট পর্যন্ত শিক্ষা সমাপনি পরীক্ষা শুরু হয়েছে। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫,৩৫৮ জন। ছাত্র ২,৩৬১ জন, ছাত্রী ২,৯৯৭ জন। সমাপনি পরীক্ষায় অংশগ্রহণ করেন ছাত্র- ২,২৫১ জন, ছাত্রী- ২৯৩১ জন মোট- ৫,১৮২ জন । অনুপস্থিত ছিলেন- ছাত্র- ১১০,ছাত্রী- ৬৬, মোট ১৭৬ জন। প্রাথমিক ইবতেদায়ি সমাপনি পরীক্ষায় মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা- ৫০৫ জন। ছাত্র- ২১৯, ছাত্রী- ২৮৬ জন । এতে অংশগ্রহণ করেন ছাত্র- ১৫৯ জন, ছাত্রী- ২২৯ জন, মোট- ৩৮৮ জন । অনুপস্থিত ছিলেন ছাত্র- ৬০ জন, ছাত্রী- ৫৭ জন, মোট- ১১৭ জন।
০১ নং ভাংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রুনু শাহা বলেন, আমাদের কেন্দ্রে সুষ্ঠু এবং শান্তিপূর্ন ভাবে ছাত্র- ছাত্রী পরীক্ষা দিতেছে ।

প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম- জানায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমাদের প্রত্যেকটি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *