Connect with us

দিনাজপুর

হিলিস্থলবন্দর দিয়ে পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ

Published

on

হাকিমপুর প্রতিনিধি:  আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে হিলিস্থলবন্দর দিয়ে টানা ৫ দিন ভারত-বাংলাদেশের মাঝে পন্য আমদানি রপ্তানি বানিজ্য বন্ধসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে এসময় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মাঝে যাত্রি পারাপার চালু থাকবে।

আগামি ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে ২৭ সেপ্টেম্বর রোববার পর্যন্ত বন্দরের আমদানি রপ্তানি বানিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৮ সেপ্টেম্বর সোমবার পুনরায় বন্দর দিয়ে আমদানি রপ্তানি বানিজ্য চালু হওয়ার কথা রয়েছে।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, আসন্ন ঈদুল আজহা যথাযথভাবে উদযাপন উপলক্ষ্যে হিলিস্থলবন্দর দিয়ে টানা ৫ দিন পন্য আমদানি রপ্তানি বানিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত গ্রহন করেছে এসোসিয়েশন। সে মোতাবেক এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বিষয়টি ভারতের হিলি এক্য্রপোর্টার এন্ড সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, আমদানি রপ্তানিকারকসহ বন্দর সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।

এ সময় হিলিশুল্কষ্টেশনের সকল বিভাগ বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশনচেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রি পারাপার চালু রাখতে সীমান্তের শুন্যরেখার পার্শ্বে হিলি কাষ্টমসের একটি বিভাগ চালু থাকবে। অপরদিকে পানামাহিলি পোর্টের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৮ তারিখ থেকে বন্দরের সকল কার্যক্রম চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, ঈদুল আযহা উপলক্ষ্যে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রি পারাপার যথারিতী চালু থাকবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *