Connect with us

দেশজুড়ে

নড়াইলে বই উৎসব অনুষ্ঠিত

Published

on


নড়াইলউজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
বছরের প্রথম দিনে নড়াইলেও নতুন বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষ্যে শুক্রবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই বিতরন করেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ। এরপর নড়াইল সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে এবং নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ে ছেলে মেয়েদের মধ্যে নতুন বই বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম টুকু, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক প্রমুখ।

প্রতিটি স্কুলে আনুষ্ঠানিকভাবে বই বিতরন শেষে সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর জেলার ৩টি উপজেলায় মোট ১৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১১ লক্ষ বই বিতরন করা হবে। অপর দিকে জেএসসি পরীক্ষা-২০১৫ সাংবাদিক পুত্রের জিপিএ-৫এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ফাহিম শাহরিয়ার খান।জিপিএ-৫ প্রাপ্ত ফাহিম ইংরেজি ডেইলী ঢাকা ট্রিবিউন ও অনলাইন বাংলা পত্রিকা বাংলা ট্রিবিউন’র নড়াইল জেলা প্রতিনিধি ও নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের ছেলে।তার এ ভালো ফলাফলের জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।সকলের কাছে সে দোয়া প্রার্থী।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *